সঠিক উত্তর হচ্ছে: ০.০০০০০১
ব্যাখ্যা: সংখ্যাগুলোর দশমিকের পরে প্রথমটিতে ১টি, দ্বিতীয়টিতে ২টি এবং তৃতীয়টিতে তিনটি সংখ্যা আছে। তাই গুনফলের পর দশমিকের পর ১+২+৩ বা ৬টি সংখ্যা বসবে। শূন্য বাদে বাকি সংখ্যাগুলোর গুনফল ডানে লিখে বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। শূন্য বাদে বাকি সংখ্যাগুলোর গুনফল ১। তাই ১ এর আগে পাঁচটি শূন্য বসিয়ে পাই= ০.০০০০০১।