সঠিক উত্তর হচ্ছে: বন্দী শিবির থেকে
ব্যাখ্যা: শামসুর রাহমানের খ্যাতি ও পরিচিতি এর আগে থেকে কিছুটা থাকলেও প্রতিষ্ঠা নিশ্চিত করে তার \"বন্দী শিবির থেকে\"। এর অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল-ডিসেম্বর, ১৯৭১ সময়ে রচিত। এ গ্রন্থে ৩৮ টি কবিতা অন্তর্ভুক্ত। তোমাকে পাও্যার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি এই গ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা।