সঠিক উত্তর হচ্ছে: বিপদ্ + সংকুল
ব্যাখ্যা: দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ এবং স থাকলে দ্ ও ধ্ স্থলে \'ৎ\' হয়।
যেমন - দ্ > ত্— তদ্ + কাল = তৎকাল, বিপদ্ + সংকুল = বিপৎসংকুল৷
ধ্ > ত্— ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা। এরূপ হৃৎকম্প, তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণি