সঠিক উত্তর হচ্ছে: লাল পল্টন
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধভিত্তিক গল্প হলো আবদুল হাফিজের \'লাল পল্টন\'। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গল্পসংকলন আবদুল গাফ্ফার চৌধুরী-সম্পাদিত বাংলাদেশ কথা কয়। এতে সংকলিত হয় ষোলোটি গল্প। এগুলো হলো – বিপ্রদাশ বড়ুয়ার ‘সাদা কফিন’, নির্মলেন্দু গুণের ‘শেষ যাত্রা নয়’, আবদুল হাফিজের ‘লাল পল্টন’, সুব্রত বড়ুয়ার ‘বুলি তোমাকে লিখছি’, ফজলুল হকের ‘চরিত্র’, আসফ-উজ-জামানের ‘রক্ত প্রজন্ম’, বুলবন ওসমানের ‘সোলেমান ভাই’, কামাল মাহবুবের ‘নীল নকশা’, অনু ইসলামের ‘শব্দতাড়িত’, আসাদ চৌধুরীর ‘কমলা রঙের রোদ’, সত্যেন সেনের ‘পরীবানুর কাহিনী’, ইলিয়াস আহমদের ‘অন্যের ডায়েরি থেকে’, জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’, কায়েস আহমদের ‘শেষ বাজি’, শওকত ওসমানের ‘আলোক অন্বেষা’ ও আবদুল গাফ্ফার চৌধুরীর ‘রোদের অন্ধকারে বৃষ্টি’। [তথ্যসুত্রঃ বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধ]