সঠিক উত্তর হচ্ছে: বুশফায়ার
ব্যাখ্যা: অস্ট্রেলিয়ার দাবানল \r\n\r\nদাবানলে পরিচিতি— বুশফায়ার নামে। \r\n\r\nদাবানল শুরু হয়— জুন ২০১৯ খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করে— প্রায় ১০০ কোটি বন্যপ্রাণী।\r\n\r\nউটেরা বেশি পানি পান করছে সেজন্য দাবানলের সময় অস্ট্রেলিয়া গুলি করে মারে— প্রায় দশ হাজার (১০,০০০) উট। \r\n\r\nদাবানলে বেশি ক্ষতিগ্রস্ত হয়— কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া। \r\n\r\nদীর্ঘদিন ধরে তীব্র তাপদাহ, খরা ও ঝড়ো বাতাসের কারণে দাবানল ঘটতে দেখা যায়।