সঠিক উত্তর হচ্ছে: রামেন্দু মজুমদার
ব্যাখ্যা: বাংলাদেশের নব নাট্যচর্চায় রামেন্দু মজুমদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ‘থিয়েটার’ নাট্যদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘থিয়েটার’ পত্রিকায় সম্পাদক, ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল’ এর সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে তাঁর সংযুক্তি বাংলাদেশের নাটক ও সংস্কৃতি চর্চাকে বেগবান করেছে। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিষদ সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। এর আগে বাংলা একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ‘অ্যাডভার্টাইজিং এজেন্সিজ এসোসিয়েশান অব বাংলাদেশ’ এর সভাপতি।