সঠিক উত্তর হচ্ছে: বিশ্ব ব্যাংক
ব্যাখ্যা: বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDF)
\n? গঠিত হয় ১৯৭৪ সালে। এর পূর্বনাম ছিল ‘প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। এটি বর্তমানে বাংলাদেশে ‘এইড কনসোর্টিয়াম’ নামে পরিচিত। \n? বাংলাদেশে ২০০৩ সাল থেকে উন্নয়ন
ফোরামের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। \n? বৈদেশিক সাহায্যে শীর্ষ দেশ – জাপান।
\n? সংস্থা হিসেবে বাংলাদেশকে বদৈশেকি
সাহায্যে (Soft Loan) র্শীষে আইডিএ। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম ‘জাইকা’। IBRD কে বলা হয় ‘‘Hard Loan Window.