(i) প্রথমটি মূলদ অমূলদ দুটিই হতে পারে যেমন √২ × √৩ = √৬ একটি অমূলদ অসংখ্যা আবার, √২ × √৮ = ৪ একটি মূলদ সংখ্যা। (ii) ০ একটি মূলদ সংখ্যা। (iii) যেসকল পূর্ণসংখ্যা পূর্ণ বর্গসংখ্যা নয়, সেগুলোর বর্গমুল অমূলদ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।