সঠিক উত্তর হচ্ছে: প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা: \"রাজবন্দীর জবানবন্দী\" কাজী নজ্রুল ইসলাম রচিত একটি প্রবন্ধ। নজ্রুল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত \"আনন্দময়ীর আগমনে\" কবিতাটিও নিষিদ্ধ হয়। কবি নজরুলকে জেলে আটকে রেখে তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে যে বক্তব্য উপস্থাপন করেন সেটি বাংলা সাহিত্যে \"রাজবন্দীর জবানবন্দী\" হিসেবে পরিচিত। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]