সঠিক উত্তর হচ্ছে: দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
ব্যাখ্যা: \"টালত মোর ঘর নাহি পড়বেশী। হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।\"(অর্থাৎ, লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নএই, অথচ প্রেমিক এসে ভিড় করে) - চর্যাপদের এই পদটির মাধ্যমে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]