সঠিক উত্তর হচ্ছে: কালস্রোত
ব্যাখ্যা: রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারায় সমাস বলে ।\n\n**রূপক কর্মধারায় সমাসের লক্ষণীয় বিষয় - এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়।\n\nউদাহারণঃ\n\nবিদ্যাধন = বিদ্যা রুপ ধন\n\nচন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ\n\nমনমাঝি = মন রুপ মাঝি\n\nবিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু\n\nক্রোধানল = ক্রোধ রুপ অনল\n\nসংসারসাগর = সংসার রূপ সাগর