সঠিক উত্তর হচ্ছে: ৪৮ ব. মি.
ব্যাখ্যা:
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = b/4 X √(4a2 - b2) বর্গ একক।
এখন ধরি, ভূমি b=16 একক এবং অপর বাহুর একটি a = 10 একক |
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = 16/4 X√(4 X 102- 162)
= 48 বর্গ একক।