সঠিক উত্তর হচ্ছে: পদ্মা
ব্যাখ্যা: - পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ\n- তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি\n- আসামের বরাক নদী নাগা-মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিন-পশ্চিমদিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করেছে\n- লুসাই পাহার থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি \n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ৯ম ১০ম শ্রেনী]