সঠিক উত্তর হচ্ছে: সংকোচন হয়েছে
ব্যাখ্যা: বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে, যাদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে। বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। যেমন :
\n১. শিষ্টরীতি বা রীতিসিদ্ধ প্রয়োগঘটিত
\nছাত্রটির মাথা ভালো। এখানে ‘মাথা বলতে ‘দেহের অঙ্গবিশেষ’ না বুঝিয়ে বোঝায় ‘মেধা’।
\n২. শব্দের অর্থ সংকোচে
\nইনি আমার বৈবাহিক। এখানে ‘বৈবাহিক’ শব্দে ‘বিবাহ সূত্রে সম্পর্কিত’ অর্থ না বুঝিয়ে ‘ছেলে বা মেয়ের শ্বশুর সম্পর্কিত’ ব্যক্তিকে বোঝাচ্ছে।
\n৩. শব্দের অর্থান্তর প্রাপ্তিতে
\nমেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ ‘সংবাদ’ না বুঝিয়ে ‘উপঢৌকন’ অর্থ বোঝাচ্ছে। একে নতুন অর্থের আবির্ভাব বলা চলে।