সঠিক উত্তর হচ্ছে: অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা: অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। ব্যক্তিগত সচিব হিসাবে তিনি রবীন্দ্রনাথ এর সাথে বহু দেশ ভ্রমণ ও করেছেন। পেশা হিসাবে অমিয় চক্রবর্তী মূলত অধ্যাপক ছিলেন তবে ত্রিশত্তর একজন আধুনিক কবি হিসাবেও তিনি বেশ স্বীকৃত। রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব হবার পরেও তার অবস্থান ছিলো রবীন্দ্র কাব্য বলয়ের বাইরে[তথ্যসূত্রঃপ্রথম আলো সাহিত্য সাময়িকী ]