নিচের অপশন গুলা দেখুন
- গোবিন্দদাস
- জয়দেব
- বিদ্যাপতি
- জ্ঞানদাস
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলি। এর নায়ক নায়িকা - রাধা ও কৃষ্ণ।
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়৷
অন্যান্য উল্লেখযোগ্য বৈষ্ণব পদাবলি রচয়িতা - বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস।
মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ - শ্রীকৃষ্ণকীর্তন৷
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর