সঠিক উত্তর হচ্ছে: প্রাদেশিক স্বায়ত্তশাসন
ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। দফাগুলো হলোঃ\n১ : শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ( প্রাদেশিক স্বায়ত্তশাসন\n২ : কেন্দ্রীয় সরকারের ক্ষমতা\n৩ : মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা\n৪ : রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা\n৫ : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা\n৬ : আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী ইতিহাস বই]\n