সঠিক উত্তর হচ্ছে: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
ব্যাখ্যা: যে সকল অব্যয় শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ , সংকোচন বা অন্য কোন পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে। যেমনঃ \'কাজ\' একটি শব্দ। এর আগে \'অ\' অব্যয়টি যুক্ত হলে হয় \'অকাজ\' - যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। \nঅন্যদিকে ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দখন্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে । যেমনঃ - √চল্ + আ = চলা ; এখানে মূল ক্রিয়াপদ হলো \'চল\' এবং প্রত্যয় হলো \'আ\' ।