সঠিক উত্তর হচ্ছে: যখন তখন
ব্যাখ্যা: যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা।\nযখন তখন অবস্থা - এটি একটি বাগধারা।\nবাগধারাটির প্রচলিত অর্থ - মুমূর্ষু অবস্থা বা যায় যায় অবস্থা।