সঠিক উত্তর হচ্ছে: অনল প্রবাহ
ব্যাখ্যা: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ - অনল প্রবাহ (মুসলিম জাগরনমূলক), উচ্ছ্বাস, উদ্বোধন, স্পেনবিজয় কাব্য (মহাকাব্য) ইত্যাদি। তিনি বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের পালটা হিসাবে রচনা করেন “রায়নন্দিনী” উপন্যাস। অন্য উপন্যাসঃ তারা-বাঈ, ফিরোজা বেগম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।