সঠিক উত্তর হচ্ছে: ২৩ জানুয়ারি ১৮৫৯
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত ২৩ জানুয়ারী, ১৮৫৯ কলকাতায় মৃত্যু বরণ করেন। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। উল্লেখ্য, তিনি \"গুপ্ত কবি\" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে \'গুরু\' পদে বরণ করেন।