সঠিক উত্তর হচ্ছে: শবর পা
ব্যাখ্যা: উত্তরে শবর পা থাকায়, সঠিক উত্তর শবর পা।\nশবর পা অষ্টম শতাব্দীর শেষভাগ থেকে নবম শতাব্দীর প্রথমার্ধের সময়কালের মহাসিদ্ধ ছিলেন। তিব্ববতী ঐতিহ্যানুসারে তিনি বঙ্গাল দেশের পর্বতবাসী একজন ব্যাধ ছিলেন। রসায়ানাচার্য নাগার্জুন শবর পা ও তার দুই স্ত্রীকে তন্ত্রমতে দীক্ষা প্রদান করেন। ব্স্তান-\'গ্যুর গ্রন্থসঙ্কলনে তার লেখা বজ্রযান গ্রন্থের উল্লেখ রয়েছে।\n মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদের প্রাচীন কবি শবরপা ছিলেন বাঙ্গালী। বাঙ্গালী চর্যাকার হিসেবে লুইপা কে অনুমান করা হয়,তারানাথের মতে তিনি গঙ্গার ধারে বাস করতেন। বেশির ভাগ বাঙালি পন্ডিত ভুসুকুপাকে বাঙালি কবি বলে গন্য করেন। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা। \n \nউৎস ঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর)