সঠিক উত্তর হচ্ছে: তালব্য
ব্যাখ্যা: \'চাচা\' শব্দে \'চ\' তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, জাল, শসা প্রভৃতি শব্দের চ, জ, শ তালব্য ব্যাঞ্জনধ্বনির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেনি।