সঠিক উত্তর হচ্ছে: সানফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা: ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter) রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন। ২৬ জুন তা ৫০ দেশের প্রতিনিধিরা তাতে স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি San Francisco Conference বা The United Nations Conference on International Organization নামে পরিচিত।
HelloBCS content (Upcoming)