সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৭ সালে
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৫ সালে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রনয়ন করে (১৯৯৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ সালে সংশোধিত করা হয় )। উক্ত আদেশাবলীতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা সহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) কার্যক্রম নির্ধারণ করা হয়। উক্ত আদেশাবলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির দুর্যোগের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সন্নিবেশ করা হয়। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীতে বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির তীর্ণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়েও দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীতে সিপিপির বাস্তবায়ন বোর্ড এর করনীয় বিষয়ে নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষে একমাত্র ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত প্রচারের জন্য দায়িত্বশীল একটি কর্মসূচি।