সঠিক উত্তর হচ্ছে: ক্রিপস মিশন
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহায়তা লাভে উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ক্যাবিনেট মন্ত্রী স্ট্যাফোর্ট ক্রিপসের নেতৃত্বে ১৯৪২ সালের ২৩শে মার্চ ভারতে একটি মিশন পাঠায়। এতে ভারতীয়দের জন্যে নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ হয়। এরপর ১৯৪৬ সালের ২৪ মার্চ ভারত সচিব পেথিক লরেন্সের নেতৃত্বে মন্ত্রী মিশন ভারতে আসে। তাদের লক্ষ্যও ব্যর্থ হয়। ফলে লর্ড ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় হিসেবে পাঠানো হয়। তিনি ১৯৪৭ সালের ৩রা জুন ভারত বিভাগ পরিকল্পনা পেশ করেন। এর ভিত্তিতে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্যে স্যার সিরিল জন র্যাডক্লিফ কে চেয়ারম্যান করে র্যাডক্লিফ কমিশন নামে সীমানা কমিশন গঠিত হয়। এই কমিশনের নির্ধারিত সীমানার ভিত্তিতেই ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)