সঠিক উত্তর হচ্ছে: ৪টি
ব্যাখ্যা: ইলিশ বাংলাদেশের দ্বিতীয় পণ্য- যা শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জিআই সনদ পেল। এর আগে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি। চাপাইনবাবগঞ্জের ক্ষিরশাপাতি আম তৃতীয় জি আই পন্য৷ সম্প্রতি চতুর্থ জিআই পন্য হিসেবে স্বীকৃতি পায় ঢাকাই মসলিন৷