সঠিক উত্তর হচ্ছে: ব্যাকরণ মঞ্জুরী
ব্যাখ্যা: মুহম্মদ আব্দুল হাই রচনা করেন ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)। তাঁর বিখ্যাত ভ্রমণ-গ্রন্থের নাম ‘বিলেতে সাড়ে সাতশ দিন\'। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থের নাম \'Origin and Development of Bangali Language\' বা \'ODBL\'. ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত বিখ্যাত গ্রন্থের নাম \'বাঙলা ভাষার ইতিবৃত্ত\'।