সঠিক উত্তর হচ্ছে: আধুনিক যুগের
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে যুগ বিভাগ তিনটি। যথাঃ প্রাচীন যুগ(৬৫০-১২০০), মধ্যযুগ (১২০১-১৮০০) ও আধুনিক যুগ (১৮০১-বর্তমান)। বাংলা সাহিত্যে উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। অবাঙালি হ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস \'ফুলমণি ও করুণার বিবরণ\'(১৮৫২)। এবং বাঙালি প্যারীচাদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস \'আলালের ঘরের দুলাল\' (১৮৫৮)