সঠিক উত্তর হচ্ছে: ১৮১৮
ব্যাখ্যা: দিগ্দর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল।।\nদিগদর্শনঃ\nধরন-মাসিক সংবাদপত্র\nমালিক-জন ক্লার্ক মার্শম্যান\nপ্রকাশক-শ্রীরামপুর ব্যাপটিস্ট প্রেস\nপ্রতিষ্ঠাকাল-১৮১৮\nভাষা-বাংলা, ইংরেজি\nসদর দপ্তর-শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ, ভারত\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]