সঠিক উত্তর হচ্ছে: মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
ব্যাখ্যা: কম্পিউটারের প্রধান মেমোরিকে হার্ডডিস্ক বা রোম বলে যা কার্যের উপর ভিত্তি করে কাজ করে। এই মেমোরিতে তথ্য-উপাত্ত সংরক্ষণ করা যায় এবং পাঠও করা যায়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এই মেমোরি হতে তথ্য-উপাত্ত মুছে যায়। এই ধরনের মেমোরিকে Random Access Memory বা র্যাম বলা হয়।\n\n[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই নবম দশম শ্রেণী ]