নিচের অপশন গুলা দেখুন
- ব্যাধিকরণ বহুব্রীহি
- অলুক বহুব্রীহি
- পদলোপী বহুব্রীহি
- সমাধিকরণ বহুব্রীহি
যে সমাসে পুর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন-, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে= হাতেখড়ি।
চিরুনির মতো দাঁত যার= চিরুনদাঁতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।