সঠিক উত্তর হচ্ছে: ধর্মপাল
ব্যাখ্যা: রাজা গোপাল (৭৫৬-৭৮১ খ্রি পর্যন্ত রাজত্ব করেন) ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র ধর্মপাল (৭৮১-৮২১) ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ধর্মপালের পুত্র দেবপাল শাসন করেন ৮২১-৮৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তাদের বংশধর রামপাল (১০৮২-১১২৪) পরবর্তীতে পাল বংশের নাম উজ্জ্বল করেন।