সঠিক উত্তর হচ্ছে: সাজোয়ান
ব্যাখ্যা: সাজোয়ান শব্দটি খাঁটি বাংলা উপসর্গ \'সা\' যোগে গঠিত শব্দ। এখানে \'সা\' উপসর্গটি ব্যবহার হয়েছে উৎকৃষ্ট হিসেবে। তাছাড়া উপকূল ও অতিশয় তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ এবং বদরাগী ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]