সঠিক উত্তর হচ্ছে: কবর
ব্যাখ্যা: মুনীর চৌধুরীর \'কবর\' ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক। ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যেই নাটকটি জেলখানায় সর্বপ্রথম মঞ্চস্থ হয়। জর্জ বার্নাড\'শর ব্যঙ্গাত্মক জীবন-জিজ্ঞাসা মুনীর চৌধুরীকে বরাবরই প্রভাবিত করেছে, ‘কবর’ নাটকটিও তার ব্যতিক্রম ছিল না।