সঠিক উত্তর হচ্ছে: ১৯০১
ব্যাখ্যা: অর্অথনীতি তে নোবেল বাদে অনান্য গুলির পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, রসায়নে নোবেল পুরস্কার, চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার, এবং শান্তিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯০১ সাল থেকে। ১৯০১ সালে, সুলি প্রুদোম (১৮৩৯–১৯০৭), একজন ফরাসি কবি এবং প্রাবন্ধিক, সাহিত্যে নোবেল পুরস্কারের প্রথম বিজেতা।\nঅর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। \n\n[তথ্যসূত্রঃnobelprize.org]