সঠিক উত্তর হচ্ছে: বীরবলের হালখাতা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। ১৯০২ সালে এটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তেল নুন লাকড়ি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ। যৌবনে দাও রাজটিকা তাঁর রচিত প্রবন্ধ। আর চার ইয়ারী কথা প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। উৎস: Hello BCS লেকচার।