নিচের অপশন গুলা দেখুন
- চন্দ্রগুপ্ত মোর্য
- সম্রাট অশোক
- শশাঙ্ক
- সমুদ্রগুপ্ত
প্রাচীন ভারতের সাম্রাজ্যকেন্দ্রিক ইতিহাসের তৃতীয় গুরুত্বপূর্ণ ধারায় সমুদ্রগুপ্ত হচ্ছেন প্রধান ব্যক্তিত্ব। তাঁর দিগি¦জয়ের কাহিনী প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম উপজীব্য। হরিষেণের রাজপ্রশস্তি থেকে এই দিগ্বিজয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। তবে এই বিবরণে যথেষ্ট অতিশয়োক্তি রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন উৎস বিশ্লেষণ করে দেখা যায়, আর্যাবর্তের বিশাল এক অঞ্চলে সমুদ্রগুপ্তের প্রত্যক্ষ শাসন এবং এর সংলগ্ন এক বিস্তীর্ণ অঞ্চল পরোক্ষ শাসনাধীন ছিল। তিনি বিজয়সূচক ‘সর্বরাজোচ্ছেত্তা’ উপাধী ধারণ করেছিলেন।
আধুনিক ঐতিহাসিকের বিবেচনায় তিনি ‘ভারতীয় নেপোলিয়ন’ হিসেবে আখ্যায়িত হয়েছেন। সমুদ্রগুপ্ত একাধারে সুদক্ষ শাসক এবং কবিতা ও সঙ্গীত রসিক ব্যক্তি ছিলেন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস (১ম পত্র) বই (উন্মুক্ত।