সঠিক উত্তর হচ্ছে: পীতাম্বর
ব্যাখ্যা: পীতাম্বর ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ নয়। এইটি সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। ববহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়। অন্য দিকে পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে[তথ্যসূত্রঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ]