সঠিক উত্তর হচ্ছে: ৫ ডিসেম্বর ১৯৬৯
ব্যাখ্যা: ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, \"আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ\"। এই নাম দেয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে \"বাংলা\", এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ। এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে \"বাংলাদেশ\" নামকরণ করা হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই]