সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- আনন্দমঠ (১৮৮২)। এ উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী অবলম্বনে রচিত। এতে \'বন্দে মাতরম\' সঙ্গীতটি সংযোজিত আছে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।