ব্যাখ্যা: দুটি বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাতের মান দেয়া থাকলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে ঐ অনুপাতের রাশি দুটির বর্গের অনুপাত। যেমন: \nব্যাসের অনুপাত ৩:২ হলে, \nক্ষেত্রফলের অনুপাত হবে ৩²:২² =৯: ৪ (উত্তর) \n
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।