নিচের অপশন গুলা দেখুন
- তরল
- প্লাজমা
- গ্যাসীয়
- কঠিন
একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই সহ নির্ভরযোগ্য বিভিন্ন রেফারেন্স বই অনুসারে, সূর্য তৈরি হয়েছে হাইড্রোজেন (৯১%), হিলিয়াম (৮.৭%) সহ আরো বেশ কয়েকটি গ্যাসের সমন্বয়ে। কিন্তু বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের মধ্যের প্রচুর তাপ সৃষ্টি হওয়াও গ্যাস গুলো প্লাজমাতে রূপান্তরিত হয়।
প্রশ্নকর্তা যেহেতু একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই থেকে প্রশ্নটি করেছেন। তাই উৎস অনুযায়ী সঠিক উত্তর “গ্যাসীয় পদার্থ”।
লক্ষ্য করুন, নাসার ওয়েবসাইটেও প্রায় একই ধরনের কথা বলা হয়েছে। সূর্য গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরী। তবে গ্যাসীয় পদার্থগুলো মূলত প্লাজমা যা পদার্থের চতুর্থ অবস্থা।
The Sun is our nearest star. It is, as all stars are, a hot ball of gas made up mostly of Hydrogen. The Sun is so hot that most of the gas is actually plasma, the fourth state of matter. Source: https://www.nasa.gov/