সঠিক উত্তর হচ্ছে: অস্তিবাচক বাক্য
ব্যাখ্যা: যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক বাক্য বলে। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে নঞ অর্থে অব্যয় ব্যবহার করতে হয় এবং প্রয়োজনে অন্যান্য শব্দেরও সামান্য পরিবর্তন করতে হয়, বিশেষ করে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। যেমনঃ অস্তিবাচকঃ তুমি অন্যায় করেছো। নেতিবাচকঃ তুমি ন্যায় করো নি