নিচের অপশন গুলা দেখুন
- ক্রীতদাসের হাসি
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- যাত্রা
দুই সৈনিক, নেকড়ে অরণ্য শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
ক্রীতদাসের হাসি, শওকত ওসমানের উপন্যাস। ১৯৬২ সালে প্রকাশিত এ উপন্যাসটিতে তৎকালীন পাকিস্তানি বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
১৯৭৬ সালে প্রকাশিত \'যাত্রা\' উপন্যাসটি শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।