সঠিক উত্তর হচ্ছে: মান্দারিন
ব্যাখ্যা: মাতৃভাষার সংখ্যা হিসাবে বিশ্বের শীর্ষ ভাষা হলো মান্দারিন। এই হিসাবে বাংলার অবস্থান ৫ম। অন্যদিকে শীর্ষ ব্যবহৃত ভাষা হিসাবে এক নম্বরে আছে ইংরেজি। এই হিসবে মান্দারিন ২য় আর বাংলা ৭ম। বিশ্বের ভাষা চিত্র প্রতিবেদন -২০২১ এ এই সব তথ্য উঠে আসে। এটি প্রকাশ করে ইথনোলোগ।[তথ্যসূত্রঃ The Daily Star]