সঠিক উত্তর হচ্ছে: জহির রায়হান
ব্যাখ্যা: জীবন থেকে নেয়া (১৯৭০) জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। বাংলাদেশের ইতিহাসে এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। জহির রায়হানের অন্যান্য চলচ্চিত্রসমূহের নাম- কখনো আসেনি (১৯৬১, প্রথম চলচ্চিত্র), সোনার কাজল (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩, সমস্ত পাকিস্তানের প্রথম রঙ্গিন চলচ্চিত্র), বাহানা (১৯৬৫, তার প্রথম নির্মিত সিনেমাস্কোপ ছবি), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৭), Let there be light (ইংরেজি প্রামাণ্যচিত্র)।