সঠিক উত্তর হচ্ছে: ১৯৯২ সালে
ব্যাখ্যা: ‘জাতীয় পরিবেশ নীতি’ ঘোষণা করা হয় ১৯৯২ সালে।
\nবাংলাদেশে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়।
\n১৯৯২ সালে জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়। এক সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে অদ্যাবধি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশ সম্পর্কিত প্রায় ১৮৫টি আইন রয়েছে।
\nপরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭
\nপরিবেশ আদালত আইন ২০০০
\nপরিবেশ নীতি ১৯৯৯