সঠিক উত্তর হচ্ছে: মেরি কুরি
ব্যাখ্যা: পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান --- উভয় বিষয়ে নোবেল পুরস্কার পান পোল্যান্ডের মেরি কুরি। তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার পাভ করেন। নোবেল বিজয়ী প্রথম নারীও মেরি কুরি। উল্লেখ্য, তার স্বামী পিয়েরে কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং কন্যা ইরিন জুলিও কুরি ১৯৩৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।