সঠিক উত্তর হচ্ছে: কোপার্নিকাসকে
ব্যাখ্যা: ━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? আরিস্তাকস (310 BC) প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তাঁর অনুসারী সেলেউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন, যদিও সেই যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে। \r\n\r\n? ১৫৪৩ সালে কোপার্নিকাস তাঁর একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন (বইয়ের প্রকাশক ধর্মযাজকদের ভয়ে লিখেছিলেন যে এটি সত্যিকারের ব্যাখ্যা নয়, শুধু একটি গাণিতিক সমাধান মাত্র)। কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━